ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
ঘুড়ি ওড়ানোর সময় বজ্রপাতে শিশুর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুড়ি ওড়ানোর সময় মো. জিয়াদ মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের আহাজারি।

বুধবার (২৯ মার্চ) সকালে উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মোকন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিয়াদ মিয়া স্থানীয় জিয়াউল হকের ছেলে।  

গফারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশু জিয়াদ সকালে বাড়ির পাশে মাঠে ঘুড়ি ওড়াতে গিয়েছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় আর কেউ আহত হয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।