ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে নিহত ৩

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটার সময় মাটি ধসে তিনজন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (২৯ মার্চ) উখিয়া উপজেলা সদরের মুহুরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতরা হলেন- ক্যাম্প ১ ইস্ট এর মৃত মোহাম্মদ ওয়ারেসের ছেলে সৈয়দ আকবর, মৃত আব্দুল মতলবের ছেলে  জাহিদ হোসেন ও ক্যাম্প ১৭ এর সুলতান আহম্মদের ছেলে নুর কবির।

ওসি বলেন, পাহাড় কাটার জন্য রোহিঙ্গা শ্রমিকদের ব্যবহার করে আসছে একটি চক্র। আজ পাহাড় কাটার সময় মাটি ধসে চাপা পড়ে কয়েকজন শ্রমিক। এদের মধ্যে তিন রোহিঙ্গা মারা যান।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস ও বন বিভাগ ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে।  তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাটি চাপা অবস্থায় আর কেউ আছে কিনা দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।