ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

বিএসটিআইয়ের অনুমোদন নেই, বন্ধ হলো শপিং ভ্যালি লাচ্ছা সেমাইয়ের কারখানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, মার্চ ২৯, ২০২৩
বিএসটিআইয়ের অনুমোদন নেই, বন্ধ হলো শপিং ভ্যালি লাচ্ছা সেমাইয়ের কারখানা

সাতক্ষীরা: বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন না থাকায় সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে অবস্থিত শপিং ভ্যালি লাচ্ছা সেমাইয়ের কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানা কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

এর আগে সেখানে অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সাতক্ষীরার কোম্পানি কমান্ডার মেজর জে এম গালিবের নেতৃত্বাধীন একটি দল। এসময় বিএসটিআইয়ের পরিদর্শক রেজানুর রহমান সরকারও উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় শপিং ভ্যালি লাচ্ছা সেমাই কারখানাতে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বিএসটিআইয়ের অনুমোদন না পাওয়া পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।