ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে বাস দুর্ঘটনায় আহত বাংলাদেশিরা চার হাসপাতালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
সৌদি আরবে বাস দুর্ঘটনায় আহত বাংলাদেশিরা চার হাসপাতালে

ঢাকা: সৌদি আরবে বাস দুর্ঘটনায় আহত বাংলাদেশিরা চারটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসা শেষে কয়েকজন হাসপাতাল ছেড়েছেন বলে জানা গেছে।

আবহা প্রাইভেট হাসপাতাল 

১। সালাহউদ্দিন, পিতা: আবুল বাশার, থানা/উপজেলা: সীতাকুণ্ড, জেলা: চট্টগ্রাম
২। আল আমিন, পিতা: আব্দুল হাই, থানা/উপজেলা: বুরহান উদ্দিন, জেলা: ভোলা
৩। মিনহাজ, পিতা: সিরাজুল্লাহ, থানা/উপজেলা: রায়পুরা, জেলা: লক্ষীপুর
৪। জুয়েল, পিতা: মো. জয়নাল, থানা/উপজেলা: কচুয়া, জেলা: চাঁদপুর
৫। আফ্রিদি মোল্লা, পিতা: জাকির মোল্লা, থানা/উপজেলা: শালিকা, জেলা: মাগুরা
৬। মো. রিয়াজ, পিতা: আবু সাইদ, থানা/উপজেলা: চন্দ্রগঞ্জ, লক্ষীপুর
৭।  রানা (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
৮। মো. সেলিম (A03459571) (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)

সৌদি-জার্মান হাসপাতাল

১। দেলোয়ার হোসাইন, পিতা: আইয়ুব আলী, থানা/উপজেলা: লাকসাম, জেলা: কুমিল্লা
২। হোসাইন আলী (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)
৩। মোহাম্মদ কুদ্দুস, পিতা: আব্দুল মান্নান (প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন)

মাহায়েল জেনারেল হাসপাতাল

১। মোহাম্মদ শাহাবুদ্দিন, পিতা: আব্দুল লতিফ, থানা/উপজেলা: সেনবাগ, জেলা: নোয়াখালী
২। ইয়ার হোসাইন, পিতা: আব্দুল মালেক, থানা/উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
৩। মো. জাহিদুল ইসলাম, পিতা: মো. জজ মিয়া, থানা/উপজেলা: মুরাদনগর, জেলা: কুমিল্লা
৪। মিজানুর রহমান, পিতা: ফজলুর রহমান, থানা/উপজেলা: মোহাম্মদপুর, জেলা: মাগুরা

আসীর জেনারেল হাসপাতাল

১। মো. মোশাররফ হোসাইন, পিতা: কাজী আনোয়ার হোসাইন, থানা: কোতয়ালী, জেলা: যশোর

সৌদি আরবে যে বাস দুর্ঘটনার শিকার হয়েছে, সেই বাসে ৪৭ জন যাত্রী ছিলেন। এর মধ্যে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৪ জন। বাস দুর্ঘটনায় ১৬ বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আর মারা গেছেন ১৮ বাংলাদেশি।

গত ২৭ মার্চ সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ওমরাহ যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩ 
টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।