ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে একটি দাঁড়িয়ে থাকা কয়লাবোঝাই ট্রাকের পেছনে অপর একটি পাথরবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় কালু মিয়া (৩৫) নামে চালকের এক সহযোগী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফলতিতা মৎস্য আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কালু মিয়া সাতক্ষীরা জেলার বিনেরপোতা এলাকার আজিজ মিয়ার ছেলে। তার মরদেহ ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

মোল্লারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, কয়লাভর্তি ট্রাকের পেছনে বেপরোয়া গতিতে চলা পাথরবোঝাই ড্রাম ট্রাকের ধাক্কায় তাতে থাকা চালকের সহযোগী নিহত হন। ট্রাক দুইটি জব্দ করা হয়েছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে, গেল ২৪ মার্চ দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া এলাকায় সাটের বটতলা নামক স্থানে দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকের সঙ্গে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কায় চলমান ট্রাকের চালক মো. সুমন (৪২) নিহত হন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।