ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

রমনায় চোরাই দুই সিএনজিসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মার্চ ৩১, ২০২৩
রমনায় চোরাই দুই সিএনজিসহ গ্রেফতার ১

ঢাকা: রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকা থেকে দুটি চোরাই সিএনজিসহ চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

গ্রেফতার চোর চক্রের সদস্যরা হলো- মো. আমির হোসেন।

অভিযানে তার কাছ থেকে দুটি চোরাই সিএনজি উদ্ধার করা হয়।

শুক্রবার (৩১ মার্চ) ডিএমপির গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগের সহকারী কমিশনার এস. এম হাসান সিদ্দিকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, বিশেষ অভিযান পরিচালনা করে রমনার ইস্কাটন গার্ডেনের সামনে চোরাই সিএনজি নিয়ে অবস্থান করা অবস্থায় আসামি আমিরকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার আমিরের বিরুদ্ধে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
এসজেএ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।