ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

ঢাকা: পটুয়াখালীর কলাপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য মো. আব্দুর রহমানকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।

শনিবার (১ এপ্রিল) গোপন তথ্যের ভিত্তিতে পটুয়াখালীর কলাপাড়া থানাধীন পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুর রহমান পেশায় মোটরসাইকেল পার্টস ব্যবসায়ী। তার কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ৬টি সিম কার্ড, ৩টি এসডি কার্ড, ২টি উগ্রবাদী বই ও ৭৮ পাতা ডিজিটাল আলামত জব্দ করা হয়েছে।

এটিইউর পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান জানান, গ্রেফতার আব্দুর রহমান বিগত ৫-৬ বছর ধরে ফেসবুকে একাধিক আইডি ব্যবহার করে উগ্রবাদ, সন্ত্রাসবাদ ও আনসার আল ইসলামের নেতা জসিম উদ্দিন রাহমানির মতবাদ প্রচার করে আসছিলেন।

এছাড়া তিনি কোরআন ও হাদিসের অপব্যাখ্যা প্রচারের মাধ্যমে খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে কলাপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা (নং-২) দায়ের করা হয়েছে বলে জানান এটিইউর এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।