ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

 ১৫ সংগঠনের যৌথ বিবৃতি

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান করা অগ্রহণযোগ্য

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অসম্মান করা অগ্রহণযোগ্য

ঢাকা: দেশের একটি বিশেষ মহল উদ্দেশ্যপূর্ণভাবে নানা অজুহাতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শহীদদের উপহাস, কটাক্ষ, অসম্মান এবং হেয়প্রতিপন্ন করে চলেছে। এমন অভিযোগ এনেছে ১৫টি সংগঠন।

যৌথ বিবৃতিতে সংগঠনগুলো বলছে, বিএনপি, তাদের সমগোত্রীয় রাজনৈতিক দল, কতিপয় পেশাজীবী, সাংবাদিক ও সুশীল সমাজের একটি অংশ অপপ্রচারে লিপ্ত হয়েছে। এদের মূল উদ্দেশ্য হল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা এবং জাতীয় জীবনের প্রায় সকল ক্ষেত্রে স্বাধীন বাংলাদেশের অভাবনীয় অর্জনকে আড়াল করা।

বিবৃতিতে বলা হয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই উদ্দেশ্যপূর্ণ মহলের অপতৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদে বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ ও প্রশ্নবিদ্ধ করায় সরকার আইনানুগ পদক্ষেপ গ্রহণ করেছে।  

বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা ও অসাম্প্রদায়িক সমাজচেতনার বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও আক্রমণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনগুলো। গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশার পাশাপাশি যেকোনো অজুহাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের অযাচিত হস্তক্ষেপের নিন্দা জানায় এসব সংগঠন।  

বিবৃতিদাতা সংগঠনের মধ্যে রয়েছে- ১. সম্মিলিত সাংস্কৃতিক জোট ২. বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান ৩. জাতীয় কবিতা পরিষদ ৪. বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ ৫. বাংলাদেশ পথনাটক পরিষদ ৬. বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ ৭. বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ৮. বাংলাদেশ চারুশিল্পী সংসদ ৯. বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ১০. বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ ১১. আইটিআই বাংলাদেশ কেন্দ্র ১২. অভিনয় শিল্পী সংঘ ১৩. বাংলাদেশ গ্রাম থিয়েটার ১৪. বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট ১৫. বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আরএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।