ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রসাধনী দোকানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বগুড়ায় প্রসাধনী দোকানকে জরিমানা

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় কসমেটিকস কর্নার নামে একটি প্রসাধনী দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ এপ্রিল) দুপুরে শহরের অভিজাত শপিংমল রানার প্লাজায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বগুড়া কার্যালয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন।

ইফতেখারুল আলম রিজভী জানান, ঈদকে সামনে রেখে শহরের রানার প্লাজার বিভিন্ন কাপড় ও প্রসাধনীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় কসমেটিকস কর্নারকে প্রসাধনীর গায়ে আমদানিকারক প্রতিষ্ঠানের সিল ও মূল্য না থাকায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, অভিযানের সময় ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়েছে।

অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
কেইউএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।