ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
পঞ্চগড়ে ৪ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

পঞ্চগড়: জেলার দেবীগঞ্জ উপজেলায় ভোক্তা চাহিদা নিশ্চিত করতে বাজার তদারকি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে চার প্রতিষ্ঠানকে আট হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২ এপ্রিল) দুপুরে উপজেলার কালীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করেছে পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।

তিনি বাংলানিউজকে বলেন, কালীগঞ্জ বাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে উত্তরা ফার্মেসিকে দুইহাজার টাকা, মূল্য তালিকা না রাখার দায়ে রিজভী ট্রেডার্সকে একহাজার টাকা, দইয়ে লেবেলিং না করায় মোতালেব কনফেকশনারিকে একহাজার টাকা ও পরিমাপক লাঠি/গজ লাঠি মাপে কম করায় রাশেদ বস্ত্রালয়কে চারহাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।