ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শিল্প মন্ত্রণালয় থেকে জমি লিজ না দেওয়ার সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
শিল্প মন্ত্রণালয় থেকে জমি লিজ না দেওয়ার সুপারিশ

ঢাকা: শিল্প মন্ত্রণালয় থেকে আর কোনো জমি লিজ না দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২ এপ্রিল) জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

 

কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য শিল্প মন্ত্রণালয়য়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, মেহাম্মদ সাহিদুজ্জামান এবং কাজিম উদ্দিন আহম্মেদ বৈঠকে অংশ নেন।

বৈঠকে ‘বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল, ২০২২’ এবং ‘বাংলাদেশ শিল্প-নকশা বিল, ২০২২ কমিটিতে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়।
বিল দুটি পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধিত আকারে পাশের উদ্দেশে জাতীয় সংসদে উত্থাপনের জন্য কমিটি খেকে সর্বসম্মতভাবে সুপারিশ করা হয়েছে।

বৈঠকে বিএসটিআইর বাস্তবায়নাধীন ‘মডার্নাইজেশন অব বিএসটিআই রিজিওনাল অফিস অ্যাট চট্টগ্রাম অ্যান্ড খুলনা) (১ম সংশোধিত) প্রকল্প কাজের অগ্রগতি এবং অষ্টম, পঞ্চম বার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সাল নাগাদ ম্যানুফ্যাকচারিং খাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এবং বিগত বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বৈঠকে শিল্প মন্ত্রণালয় থেকে ভবিষ্যতে আর কোনো জমি লিজ দেওয়া না হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করে।

এ বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।