ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে সাধারণের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
বগুড়ায় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে সাধারণের ভিড় সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে সাধারণের ভিড়

বগুড়া: সাধারণ মানুষের কথা চিন্তা করে পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যে (মিলগেট মূল্যে) পণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।  

'বসুন্ধরার পণ্য, ভোক্তার জন্য' স্লোগানকে সামনে রেখে বগুড়াতে এ কার্যক্রম চলছে।

রোববার (০২ এপ্রিল) বিকেলের দিকে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় বসুন্ধরার পণ্য কিনতে সাধারণ মানুষদের ভিড় ছিলো চোখে পড়ার মতো।

সরেজমিনে দেখা যায়, শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় জিলা স্কুলের গেটের পাশে বসুন্ধরা গ্রুপের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির একটি ট্রাক স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ট্রাকটিতে ২৪টি পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রিয়ের চার্ট রয়েছে।  

এতে লেখা রয়েছে- সয়াবিন তেল ১ লিটার ১৮৭ টাকার পরিবর্তে ১৭৯ টাকা ও ২ লিটার ৩৭৪ টাকার পরিবর্তে ৩৫৮ টাকা, বসুন্ধরা পাম ওয়েল ১ লিটার ১৩৭ টাকার পরিবর্তে ১৩২ টাকা, আটা ১ কেজি ৬৮ টাকার পরিবর্তে ৬০ টাকা ও ২ কেজি ১২৩ টাকার পরিবর্তে ১১৮ টাকা, ময়দা ১ কেজি ৮০ টাকার পরিবর্তে ৭৫ টাকা ও ২ কেজি ১৫৬ টাকার পরিবর্তে ১৪৫ টাকা, সুজি ২৫০ গ্রাম ২৮ টাকার পরিবর্তে ২২ টাকা ও ৫০০ গ্রাম ৫৪ টাকার পরিবর্তে ৪৪ টাকা, সেমাই ২০০ গ্রাম ৪৫ টাকার পরিবর্তে ৩৮ টাকা, লাচ্ছা সেমাই ২০০ গ্রাম ৫৫ টাকার পরিবর্তে ৪২ টাকা, মুড়ি ২৫০ গ্রাম ৩৫ টাকার পরিবর্তে ৩০ টাকা ও ৫০০ গ্রাম ৬৫ টাকার পরিবর্তে ৫২ টাকা, হলুদ ১০০ গ্রাম ৬০ টাকার পরিবর্তে ৪৫ টাকা, মরিচ ১০০ গ্রাম ৭০ টাকার পরিবর্তে ৬০ টাকা, ধনিয়া ১০০ গ্রাম ৪০ টাকার পরিবর্তে ৩২ টাকা, জিরা ১০০ গ্রাম ৯৬ টাকার পরিবর্তে ৮০ টাকা, মুরগির মসলা ১০০ গ্রাম) ৭৮ টাকার পরিবর্তে ৬২ টাকা, হালিম মিক্স ২০০ গ্রাম ৬৬ টাকার পরিবর্তে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া বিরিয়ানি মসলা ৪০ গ্রাম ৬৬ টাকার পরিবর্তে ৫০ টাকা, গরুর মাংসের মসলা ১০০ গ্রাম ৮৪ টাকার পরিবর্তে ৭০ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুডুলস ৪ প্যাকেট ৭৫ টাকার পরিবর্তে ৬০ টাকা, ইনস্ট্যান্ট মাসালা নুযুলস ৮ প্যাকেট ১৪০ টাকার পরিবর্তে ১১৫ টাকা, স্টিক এগ নুডলস ১২৫ গ্রাম ২০ টাকার পরিবর্তে ১৬ টাকা, সি শেল পাস্তা ২০০ গ্রাম ৪৫ টাকার পরিবর্তে ৩২ টাকা, ম্যাকারনি ওয়েস্টার ২০০ গ্রাম ৪০ টাকার পরিবর্তে ৩০ টাকা, ম্যাকারনি ওয়েস্টার ৪০০ গ্রাম ৭৫ টাকার পরিবর্তে ৬০ টাকা, ম্যাকারনি অস্সোটেড ২০০ গ্রাম ৪০ টাকার পরিবর্তে ৩০ টাকা, ম্যাজিক পটেটো ১৭ গ্রাম ১০ টাকার পরিবর্তে ৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

সাশ্রয়ী মূল্যে বসুন্ধরার পণ্য কিনতে আসা আব্দুল ওয়াহাব বাংলানিউজকে জানান, পেশায় তিনি একজন দর্জি শ্রমিক। সাতমাথায় বসুন্ধরা গ্রুপের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রির কথা শুনে কিছু পণ্য কিনতে এসছেন। সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পেরে খুশি তিনি। কেননা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বাজারে সবকিছুর দাম এত বেশি যে হিসাব করলে দেখা যায়, তার দৈনিক আয়ের ৮৫-৯০ শতাংশই নিত্যপণ্য কেনার পেছনে খরচ হয়ে যায়। তাই প্রয়োজন আর ইচ্ছা থাকলেও সাধ্যের বাইরে থাকায় ঠিকঠাকমতো বাজার করা সম্ভব হয় না। সাধারণ মানুষের কথা চিন্তা করে বসুন্ধরা গ্রুপের এমন আয়োজন প্রশংসনীয় বলেও মন্তব্য করেন তিনি।


 
ক্রেতা আব্দুস সামাদ, বাদশা মিয়া, তৈফিক হাসান বাংলানিউজকে জানান, রমজানে বাজারে অনেককিছুর দামই স্বাভাবিকের চেয়ে বেশি। এ রকম অবস্থায় বাজার করতে গেলে প্রতিটি মানুষের মলিন মুখে বাড়ি ফিরতে হয়। দোকানিরা অনেক পণ্যের ইচ্ছেমতো দাম হাঁকান। দাম বেশি কেন জানতে চাইলেই বলেন, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এক্ষেত্রে তাদের কোনো হাত নেই। কিন্তু রমজান মাসে বসুন্ধরার এমন উদ্যেগ সাধারণের মাঝে স্বস্থি এনেছেন। এখানে মূল্য তালিকা ও সাশ্রয়ী মূল্যে বিক্রির তালিকাও রয়েছে। এতে তারা সাধারণ মানুষ পণ্য কিনতে স্বাচ্ছন্দবোধ করছেন।

বসুন্ধরা গ্রুপের বগুড়ার টেরিটোরি সেলস এক্সিকিউটিভ (টিএসই) মো. মোরশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, রমজান মাসজুড়ে সাধারণ মানুষ যেন সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য কিনতে পারে, সেজন্য বসুন্ধার গ্রুপের এ কার্যক্রম। এ কার্যক্রম ৩০ মার্চ থেকে শুরু হয়েছে। বগুড়ায় পুরো রমজানে প্রতিদিন এই স্থানে সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
কেইউএ/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।