ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

পিরোজপুর: পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. সাইদুল সরদার (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (২ এপ্রিল) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকর মো. আসাদুল্লাহ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইদুল সরদার সদর উপজেলার পোরগোলা গ্রামের মো. আমজেদ আলী সরদারের ছেলে।

পিরোজপুর নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুর রাজ্জাক খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, গত ২০১৭ সালের ১২ আগস্ট ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরীর সঙ্গে ধর্ষণের ঘটনাটি ঘটে। ওইদিন (১২ আগস্ট) স্থানীয় কদমতলা জর্জ হাইস্কুল থেকে বাড়ি ফেরার পর তার বসতবাড়ির পাশের পুকুরে হাত-মুখ ধুতে গেলে আসামি সাইদুল সরদার কিশোরীকে পেছন থেকে মুখ চেপে ধরে সেখানেই ধর্ষণ করে।  

এ ঘটনায় ওই কিশোরীর বাবা মো. হুমায়ুন কবির শেখ বাদি হয়ে ঘটনার পরদিন পিরোজপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।  

ওই মামলায় আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বলেও জানান আব্দুর রাজ্জাক খান।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।