ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ভারতীয় নাগরিক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
ফরিদপুরে ভারতীয় নাগরিক আটক

ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে পার্থবর্তী আগারওয়ালা (৪০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।  

রোববার (০২ এপ্রিল) দুপুরে উপজেলার বাউতিপাড়া এলাকার একটি কালি মন্দিরের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

পার্থবর্তী আগারওয়ালা ভারতের কলকাতার ধর্মতলার মারওয়ারিপট্টি এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার রামপ্রসাদ আগারওয়ালার ছেলে বলে জানায় পুলিশ। তিনি বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নগরকান্দার উপজেলার বাউতিপাড়া এলাকায় একজন ভারতীয় নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে রাখেন ওই এলাকার মানুষ। পরে এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে গিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট, ভিসাসহ বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারায় তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি এজাহার দায়ের করেছে পুলিশ।  

আটকের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ওই ভারতীয় নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। আটক ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পাসপোর্ট ও ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন তিনি। বিনা পাসপোর্ট-ভিসায় বাংলাদেশে প্রবেশ করে ১৯৫২ সালের দি কন্ট্রোল অফ এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারার অপরাধ করেছেন তিনি। এ কারণে তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।