ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা শিবিরে টয়লেটে পড়েছিল মা-মেয়ের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
রোহিঙ্গা শিবিরে টয়লেটে পড়েছিল মা-মেয়ের মরদেহ প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিবিরে টয়লেটের ভেতর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৩ নম্বর ক্যাম্পের এফ-৭৫ ব্লকের রশিদ আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৫) ও মেয়ে সুবাইদা বেগম (১৮)।  

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন।

১৪ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডার) মৃত্যুঞ্জয় দে সজল জানান, ‘এ ঘটনার তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এসআরএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।