ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদরাসায় এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি নিক্সন চৌধুরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
মাদরাসায় এতিমদের সঙ্গে ইফতার করলেন এমপি নিক্সন চৌধুরী

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদরাসায় এতিমদের সঙ্গে ইফতার করেন এমপি নিক্সন চৌধুরী।  

রোববার (০২ এপ্রিল) সন্ধ্যায় এতিমদের সঙ্গে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন,  ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী সময় থেকে এ মাদরাসার ১৫০ জন এতিমের ভালো খাবার পেতে আমি ব্যবস্থা করবো। সেই সঙ্গে মাদরাসার জন্য ৩য় তলার ওপর ৪ তলা ভবন নির্মাণ করে দেব। আপনারা উন্নয়ন আর মূল্যায়নকে মূল্য দিয়ে আগামীতে বিপুল ভোটে এই কাউলীবেড়া থেকে নির্বাচিত করবেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, ফরিদপুর জেলা পরিষদের সদস্য আশিক মোল্লা স্বপন, কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন কবির, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেকসহ স্থানীয় শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন দারুসসুন্নাহ মাদরাসার মোহতামিম মাওলানা শফিকুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।