ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারে আগুন: যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
বঙ্গবাজারে আগুন: যানজট ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়

ঢাকা: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পার্শ্ববর্তী এলাকায় যানজট ছড়িয়ে পড়ছে। বন্ধ হয়ে গেছে বঙ্গবাজার-গুলিস্তান, হানিফ ফ্লাইওভারের চাঁনখারপুল অভিমুখী লেন ও বঙ্গবাজার থেকে শিক্ষা ভবন অভিমুখী সড়ক।

যার কারণেই সকাল থেকেই যানজটের সম্মুখীন হয়েছেন অফিসমুখী মানুষরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজার ও আশপাশের এলাকায় এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, এ যানজট ছড়িয়ে পড়েছে হাইকোর্ট মোড়, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান মোড়েও।

বঙ্গবাজার রুটে চলাচল করা ঠিকানা, মৌমিতাসহ একাধিক পরিবহন রুট পরিবর্তন করেছে।

গুলিস্তান থেকে এসব গাড়ি মৎস্য ভবন দিয়ে ঢুকছে। অতিরিক্ত গাড়ির চাপে এ এলাকার যানজট বেড়েছে।

ঠিকানা পরিবহনের হেলপার আলম হোসেন বলেন, বঙ্গবাজারে আগুন লাগায় আমরা মৎস্য ভবন দিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১০২৫, এপ্রিল ০৪, ২০২৩
এনবি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।