ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

আগুন দেখেই অসুস্থ হয়ে পড়েন দোকান মালিকেরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
আগুন দেখেই অসুস্থ হয়ে পড়েন দোকান মালিকেরা ছবি: বাংলানিউজ

ঢাকা: ভোর ৬টায় লাগা রাজধানীর বঙ্গবাজার মার্কেটের আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। এই আগুন ছড়িয়ে পড়ে পাশের চার মার্কেটেও।

এখন এনেক্স ভবনে আগুন জ্বলছে। এমন ভয়াবহ পরিস্থিতি দেখে ভয়ে অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী ও দোকান মালিকেরা।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে অসুস্থদের হাসপাতালে নিয়ে আসা হয়।

আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফায়ার ম্যান মেহেদী হাসান (২৩)। পাশাপাশি আগুনের এই ভয়াবহতা দেখে অসুস্থ হয়ে পড়েন ব্যবসায়ী ও দোকান মালিকেরা । অসুস্থ হওয়া দোকান মালিকেরা হলেন শাহিন (৪৫), নিলয় (২৩), রিপন (৪০) ও রুবেল (৩২)।

লালবাগ ফায়ার স্টেশনের ইন্সপেক্টর অর্জুন বারৈ জানান, এনেক্স টাওয়ারের চার তলায় ঢুকেছিলেন মেহেদী। তবে ধোঁয়ায় সেখানে আটকে পড়েন। পরে অন্য পাশ দিয়ে তালা কেটে তাকে বের করা হয়। এর মধ্যেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন তিনি।

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ফায়ার সার্ভিসের দুইজন কর্মী ও তিন দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। তাদের শরীরে আঘাত রয়েছে। তবে আরও দুইএক জন চিকিৎসা নিচ্ছে। তারাও গুরুতর নয়।  

আরও পড়ুন:

এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন

বঙ্গবাজারে আগুন: ৩ ফায়ার সার্ভিস কর্মী আহত

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি-তিন বাহিনী
তিন ঘণ্টা পরেও জ্বলছে আগুন
থামছেই না আগুন, ডাকা হয়েছে ঢাকার সব ইউনিট

বঙ্গবাজারের আগুন ছড়িয়ে পড়েছে আরও ৪ মার্কেটে

আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিমানবাহিনী

বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।