ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পাথর বোঝাই ট্রাকের নিচে বাইক, আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
পাথর বোঝাই ট্রাকের নিচে বাইক, আরোহী নিহত বাইকটি ট্রাকের নিচে চাপা পড়েছে

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে লিটন মোল্লা (৪২) নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (৪ এপ্রিল)  বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধোয়াইল বাজার এলাকায় মহম্মদপুর-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 
 
লিটন নড়াইল সদর উপজেলার হবখালীর জয়দেবপুর ডুমুরতলা এলাকার ছরোয়ার মোল্লার ছেলে।
 
মহম্মদপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কাজী রিপন জানান, লিটন বিকেলে মোটরসাইকেল চালিয়ে ধোয়াইল বাজার এলাকা পার হচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় লিটনকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যান চালক। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।
 
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিন জানান, হাসপাতালে আনার আগেই লিটনের মৃত্যু হয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।