ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘টাকা-রুপির লেনদেনে সম্পর্ক আরও মজবুত হবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
‘টাকা-রুপির লেনদেনে সম্পর্ক আরও মজবুত হবে’

নওগাঁ: রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু ব্যবসায়ী ক্ষেত্রেই নয়, তাদের সম্পর্ক হচ্ছে অকৃত্রিম বন্ধুত্বের। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তথ্য গুরুত্বপূর্ণ।

বুধবার (৫ এপ্রিল) দুপুরে নওগাঁর শরীষা হাটির মোটে রেমন্ড নামে একটি কাপড়ের শো-রুম উদ্বোধনে গিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় মনোজ কুমার বলেন, এরই মধ্যে সরকার দুই দেশের মধ্যে টাকা ও রুপি লেনদেনের বিষয়টি বিবেচনা করছে। তা চালু করা গেলে কেবলমাত্র বাণিজ্য ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন হবে। দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে।  

অনুষ্ঠানে জেলার প্রশাসন ও শোরুমের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ নওগাঁর সুধীজনও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।