ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারিতে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মোহাম্মদ ইয়াছিন (৫৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের মান্দারি বাজারের পশ্চিমে কাছিত বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ইয়াসিন সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা এলাকার কাজি বাড়ির বাসিন্দা।  

স্থানীয় লোকজন বাংলানিউজকে জানান, ইয়াছিনের সিএনজি চালিত অটোরিকশাটি বিকল হয়ে গিয়েছিল। পরে ব্যাটারি চালিত একটি অটোরিকশার সাথে দড়ি দিয়ে ওই সিএনজি অটোরিকশাটিকে বেঁধে মান্দারি বাজার থেকে পশ্চিম দিকে নিয়ে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন ইয়াছিনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াছিন।  
দুর্ঘটনায় তার অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে। আর অপর অটোরিকশাটি রাস্তার পাশের খাদে পড়ে গেছে।  

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল বাংলানিউজকে বলেন, ট্রাকটি জব্দ করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।