ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রেস কাউন্সেলর আব্দুল হান্নান মারা গেছেন 

ডিপ্লোম্যাটিক  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
জাতিসংঘে বাংলাদেশ মিশনের সাবেক প্রেস কাউন্সেলর আব্দুল হান্নান মারা গেছেন 

ঢাকা: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের সাবেক প্রেস কাউন্সেলর মো. আব্দুল হান্নান আর নেই ।  

বুধবার (৫ এপ্রিল ) ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি।

(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

সাবেক প্রেস কাউন্সেলর আব্দুল হান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুম আব্দুল হান্নানের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

আব্দুল হান্নান নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে কাউন্সেলর (প্রেস) ছাড়াও কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সমসাময়িক বিষয়ে পত্রিকায় নিয়মিত কলামও লিখতেন।  

তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চাচা। এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য বন্ধু ও গুণগ্রাহী রেখে গেছেন এই সাবেক প্রেস কাউন্সেলর।

বাংলাদেশ সময়: ২৩১২  ঘণ্টা, এপ্রিল  ৫,  ২০২৩,
টিআর/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।