ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
আড়াইহাজারে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু পানিতে ডুবে মৃত্যু: প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে জুনায়েত আলী নামে ছয় বছরের এক স্কুলছাত্র মারা গেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জুনায়েত ওই এলাকার আক্কাস আলী আলীর ছেলে ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, বৃহস্পতিবার সকালে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় জুনায়েত। স্কুলে যাওয়ার জন্য পরিবারের লোকজন খুঁজতে থাকে। পরে আশপাশ এলাকায় খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ খোঁজার পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশে সুমনের পুকুরে তার মরদেহ ভেসে উঠে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।