ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রমজানে ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে জাহেদী ফাউন্ডেশন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
রমজানে ৪০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে জাহেদী ফাউন্ডেশন 

ঝিনাইদহ: প্রতি বছরের মতো এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্বচ্ছল ৪০ হাজার পরিবারের মধ্যে মাসব্যাপী জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে ঝিনাইদহ পৌর এলাকার বেড় গোপিনাথপুর কিংশুক ব্রিকসে এ কার্যক্রম উদ্বোধন করা হয।

 

ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, সিও সংস্থার নির্বাহী পরিচালক শামসুল আলম, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য আবু শাহরিয়ার জাহেদী পিপুল, জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু, ইউনুস আলী, মোমিনুল ইসলাম মানিকসহ অনেকে।

জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু জানান, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুলের নির্দেশনায় প্রতি বছরের মতো এবারও সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্বচ্ছল ৪০ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। ঈদুল ফিতর পর্যন্ত এ কার্যক্রম চলবে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও তেল।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।