ঢাকা: ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেলপথ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রোজার ঈদের সময় ভারতগামী দুই ট্রেন মৈত্রী এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস চলাচল করবে না। তবে বন্ধন এক্সপ্রেস চলবে।
ঢাকা থেকে শিলিগুড়ি রুটের মিতালী এক্সপ্রেসের চলাচল ১৮ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এবং কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসের চলাচল ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতা যায়। এই ট্রেনের যাতায়াত বন্ধ হবে না।
ঈদুল ফিতরের ঈদযাত্রায় রেলওয়ের অগ্রিম টিকিট আগামীকাল ৭ এপ্রিল শুক্রবার থেকে বিক্রি শুরু হবে। কাল শুক্রবার বিক্রি হবে ১৭ এপ্রিলের ট্রেনের টিকিট।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
এনবি/আরএইচ