ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফসলি জমির মাটি ইটভাটায়, ৩ জনকে ২ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
ফসলি জমির মাটি ইটভাটায়, ৩ জনকে ২ লাখ টাকা জরিমানা

মাদারীপুর: মাদারীপুরে ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার করার অভিযোগে জমির মালিকসহ তিনজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরের দিকে জেলা সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পূর্ব কলাগাছিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পূর্ব কলাগাছিয়া এলাকার মৃত কানাই বালার ছেলে জমির মালিক নিখিল বালা (৪৫), অখিল বালা (৫২), শংকর বালা (৪৮) ও ভেকুর মালিক দত্ত কেন্দুয়া এলাকার আবেদ আলী ফকিরের সোহেল ফকির (৩৫), মাটিটানা ট্রলির মালিক একই এলাকার ফাহিম বেপারীর ছেলে জুয়েল বেপারী (২৫) ও আইয়ুব আলী সরদারের ছেলে মুকুল সরদার (৩৫)।  



ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পূর্ব কলাগাছিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ফসলি জমি থেকে মাটি নিয়ে ইটভাটায় ব্যবহার করা হচ্ছে -এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেলে জমির মালিক তিনভাই নিখিল, অখিল, শংকরকে ১ লাখ ও ভেকুর মালিক সোহেলকে ৫০ হাজার টাকা এবং মাটিটানা ট্রলির দুই মালিক জুয়েল ও মুকুলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেকের একমাস করে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনউদ্দিন জানান, কৃষি জমি থেকে মাটি নিয়ে ইটভাটায় ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যারা এই জমি থেকে মাটি কেটে ইটভাটা ব্যবহার করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এছাড়া নিয়মিত মামলা করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।