ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর থেকে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সবদুলকে (৬৫) ১৮ বছর পর আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ইসলামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যসরা।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গোপন তথ্যের ভিত্তিকে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে সবদুল (৬৫) নামে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে।  

আটক সবদুল দৌলতপুরে জুতাতি গ্রামের মৃত মনু সর্দারের ছেলে। তিনি রাজশাহী প্রথম শ্রেণি ম্যাজিস্ট্রেট আদালত মামলা নং-৭৬ সি/৮৮, ধারা-১৪৮/১৪৯/৩০২/৩২৫ দঃ বিঃ এবং অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালত রাজশাহীর দায়রা নং-৯৩/৯১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও তিন হাজার টাকা জরিমানাসহ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে আত্মগোপন করেছিলেন। পরে তাকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।