ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পরকীয়ার অভিযোগে নারীকে বেত্রাঘাত, গ্রেপ্তার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
পরকীয়ার অভিযোগে নারীকে বেত্রাঘাত, গ্রেপ্তার ৪

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে এক নারীকে বেত্রাঘাতের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাররা হলেন - উপজেলার বড়জুম গ্রামের নুরুল ইসলাম (৩০), বায়েজিদ হোসেন (৭০), আকবর আলী (৬৯) ও আতিক উল্লাহ (৫০)।

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে তাদের গ্রেফতার দেখানো হয় বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান।

বড়জুম গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অটোরিকশা চালকের পরকীয়ার সম্পর্ক রয়েছে অভিযোগ তুলে গত ৩ এপ্রিল রাতে সালিশ বিচারের নামে ওই নারীকে বেত্রাঘাত করেন তারা। পরে নির্যাতনের শিকার নারী চুনারুঘাট থানায় এসে মামলা দায়ের করেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই নারী পরকীয়ায় জড়িয়ে অপরাধ করেছেন মর্মে শাস্তি হিসেবে ৮২টি বেত্রাঘাত ও ৮০টি পাথর নিক্ষেপের সিদ্ধান্ত দেওয়া হয়।

ওসি মো. রাশেদুল হক জানান জানান, ওই নারীর শরীরে বেত্রাঘাত করার প্রমাণ পাওয়া গেছে। পাথর নিক্ষেপ করা হয়ছে কি না এবং কয়টি বেত্রাঘাত করা হয় তা জানা যায়নি। গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।