ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে তিন চোরা শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
সুন্দরবন থেকে তিন চোরা শিকারি আটক

বাগেরহাট:  সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও হরিণ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ।

শনিবার (০৮ এপ্রিল) সকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন একটি খাল থেকে বনরক্ষীরা তাদের আটক করেন।

এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারের জন্য থাকা অবৈধ নেট জাল, হরিণ শিকারের ফাঁদ, ড্রাম, চার পিস সুন্দরী কাঠ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়।

আটকরা হলেন- বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা কেওড়াবুনিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে মো. অসীম শেখ (৩৫), একই উপজেলার দক্ষিন কানমারি গ্রামের মো. খলিল শিকারীর ছেলে মো. জাকির হোসেন (৩৪) ও চিলা বাজার এলাকারমিঠু নাথৈর ছেলে সাগর নাথ (২৩)।

আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের পায়তারা করছিল তিন ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোনো পারমিট ছিল না।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।