ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালককে গলা কেটে হত্যা প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে অটোরিকশা ছিনতাই করতে না পেরে চালক ঈমান আলীকে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা।

শুক্রবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঈমান আলী দড়ি চৈথট্ট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার গারোবাজার থেকে শুক্রবার রাত ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ঈমান আলী। পথে খাগড়াটা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার রাস্তা অবরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় ঈমান আলী বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। ঈমান আলীর চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।