ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ঢাবি শিক্ষার্থী আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
গফরগাঁওয়ে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ঢাবি শিক্ষার্থী আহত  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে আবারও চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব‍্যবসা শিক্ষা বিভাগের এমবিএ'র শিক্ষার্থী মো. গাফফার ইসলাম (২৫)।

শনিবার (৮ এপ্রিল) রাত পৌনে নয়টার দিকে গফরগাঁও উপজেলার ধলা স্টেশন সংলগ্ন চারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত গাফফার ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ পেট্রল পাম্প এলাকার বাসিন্দা।  

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. শাহজাহান বাংলানিউজকে এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, অজ্ঞতনামা দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে ওই যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলে স্বজনরা এসে হাসপাতালে নিয়ে যান।

এর আগেও এই রেলপথে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে এ ধরনের অপরাধ নির্মূলে জনসচেতনতা সৃষ্টি করার লক্ষে রোববার (৯ এপ্রিল) ওই এলাকায় প্রচারণা চালানো হবে।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।