ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অসু্স্থ্-বেকার সাংবাদিকদের পাশে দাঁড়াল কেজিএফডি

সিনিয়র করেসপেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
অসু্স্থ্-বেকার সাংবাদিকদের পাশে দাঁড়াল কেজিএফডি

ঢাকা: ঢাকায় কুষ্টিয়ার অসুস্থ ও বেকার সাংবাদিকদের জন্য সহায়তা সংগ্রহ ও ইফতার মহফিল করেছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা (কেজেএফডি)।

শনিবার (৮ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্টুরেন্টে সংগঠনটি এ আয়োজন করে।

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিল হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দন কুমারখালী উপজেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সাবেক সভাপতি শেখ রবিউল হক, কুষ্টিয়া জেলা সমিতির সাবেক সভাপতি আব্দুর রউফ, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলাম, দৌলতপুর সোসাইটি ঢাকার সভাপতি ও সাবেক অতিরিক্ত সচিব খান আনসার আলী ও খোকসা উপজেলা কল্যাণ সমিতির মহাসচিব মো. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া সাংবাদিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী। মোনাজাত পরিচালনা করেন মুন্সি তরিকুল ইসলাম।

ইফতার মহফিলে উপস্থিত সদস্যদের কাছে থেকে অসুস্থ সাংবাদিকদের জন্য সহায়তা সংগ্রহ ও বিতরণের ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেকার ও অসুস্থ সাংবাদিকের কোনো নাম বা ছবি প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
জেডএ/জএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।