ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে সাড়ে ৩ হাজার কেজি জাটকা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, এপ্রিল ৯, ২০২৩
মাদারীপুরে সাড়ে ৩ হাজার কেজি জাটকা উদ্ধার

মাদারীপুর: মাদারীপুরে অভিযান চালিয়ে তিন হাজার ৪০০ কেজি জাটকা ও চার হাজার মিটার জাল জব্দ করা হয়েছে।
 
কোস্টগার্ড এবং মাদারীপুর জেলা ও শিবচর উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এ অভিযান চালায়।

শনিবার রাত থেকে রোববার (৯ এপ্রিল) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।  

অভিযানকালে শিবচরের কাঁঠালবাড়ি এলাকা থেকে শনিবার বিকেলে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার হয়। জাটকাগুলো বিক্রির জন্য নিচ্ছিলেন ব্যবসায়ীরা।

মাদারীপুর মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৩ উপলক্ষে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাঁঠালবাড়ি এলাকায় ১৭ ব্যারেল জাটকাসহ একটি পিকআপ ভ্যান ধরা হয়। পরে উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল মধ্যরাত পর্যন্ত ইলিশের অভয়াশ্রমগুলোতে জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।