ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে চোরাইকৃত ব্যাটারিচালিত ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
সোমবার (১০ এপ্রিল) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
এর আগে রোববার (৯ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচর থানার লালগুদাম তারা মসজিদ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মো. অনিক হোসেন (৩০) ও মো. আরমান (৩৫)। অভিযানকালে তাদের কাছ থেকে একটি চোরাই ইজিবাইক জব্দ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ইজিবাইক সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসজেএ/আরবি