ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে চোরাইকৃত ব্যাটারিচালিত ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

এর আগে রোববার (৯ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচর থানার লালগুদাম তারা মসজিদ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
তারা হলেন- মো. অনিক হোসেন (৩০) ও মো. আরমান (৩৫)। অভিযানকালে তাদের কাছ থেকে একটি চোরাই ইজিবাইক জব্দ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা ইজিবাইক চোর চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাই ইজিবাইক সংগ্রহ করে কামরাঙ্গীরচরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

তাদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।