ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
বরিশালে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশালে পৃথক অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) দিনভর বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক সাফিয়া সুলতানার উপস্থিতিতে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের সহযোগিতায় বরিশাল নগরের বগুড়া রোড ও মুন্সি গ্যারেজ এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার জরিমানা করা হয়।

পাশাপাশি অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রয়োজনীয় নিদের্শনা দেওয়া হয়।

এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুশফিকুর রহমান ও রয়া ত্রিপুরা বরিশাল নগরের সদর রোড ও বগুড়া রোড এলাকায় অভিযান চালায়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরি, বিক্রি, নোংরা পরিবেশে খাবার রন্ধন প্রক্রিয়া, মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারার আওতায় নাজেমস ও হান্ডি কড়াই নামে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুটি পৃথক টিমের সহায়তায় অভিযানে প্রসিকিউশন প্রদান করেন বরিশাল সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর জাকির হোসেন।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।