ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় বিসিক শিল্পনগরীতে জেলা ভোক্তা অধিকারের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
পাবনায় বিসিক শিল্পনগরীতে জেলা ভোক্তা অধিকারের অভিযান

পাবনা: পবিত্র রমজান মাসকে সামনে রেখে পাবনায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিসিক শিল্প নগরী এলাকাতে অভিযান পরিচালনা করেছে।  

এসময় বিসিকের মধ্যে অবস্থিত দুটি অনুমোদনহীন খাবার স্যালাইন কোম্পানিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দিনব্যাপী এই অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১০ এপ্রিল) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহামুদুল হাসান রনি। অভিযানে সহযোগিতা করেন জেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন (ক্যাবের) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাহাবুব আলম, যুগ্ম সম্পাদক শফিক আল কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা।

অভিযানে বিসিক শিল্পনগরি এলাকার অনুমোদনহীন জমজম স্যালাইন কোম্পানিকে ৫০ হাজার ও ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রিজ কোম্পানিকে এক লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়। এছাড়া শহরের লতিফ টাওয়ার সুপার মার্কেটের কাশমেরী রেস্টুরেন্টকে অনুমোদনহীন দই ব্যবহার করায় ১০ হাজার, একই শপিং মলের দুবাই মলকে বেশি মূল্যে পোষাক বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার।

এসময় শহরের গুরুত্বপূর্ণ নিউমার্কেট, বড় বড়বার, সেঞ্চুরী প্লাজা, এ আর প্লাজা শপিংমলগুলোতে ঈদের পণ্য সামগ্রীর বিক্রির দাম যাচাই বাছাই করেন তারা। পরে শহরের মূল পয়েন্টে হাত মাইক দিয়ে বিক্রেতাদের পণ্যের ক্রয়কৃত ভাউচার নিজেদের কাছে রাখাসহ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।