ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাইজদীতে ১০০ শতাংশ লাভে পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মাইজদীতে ১০০ শতাংশ লাভে পণ্য বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নোয়াখালী: নোয়াখালীতে ১০০ শতাংশ লাভে পণ্য বিক্রি করায় দুইটি জুতার শো রুম ও একটি কাপড়ের দোকানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

সোমবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাউছার মিয়ার নেতৃত্বে জেলা শহর মাইজদীতে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক কাওছার মিয়া জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার মাইজদী বাজারে জুতা এবং কাপড়ের শো রুমে ভোক্তা অধিদপ্তর অভিযান চালায়। এসময় সদর উপজেলার সুপার মার্কেটে ভোক্তা অধিদপ্তরের অভিযানে বেশি দামে জুতা বিক্রি করায় অ্যাবি ও গেইট মহল সুজ নামে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়।  

অপরদিকে, একই অভিযোগে গালিব কাপড়ের শো রুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

এসময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।