ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে পিকআপের ধাক্কায় কৃষকের মৃত্যু

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, এপ্রিল ১২, ২০২৩
নাজিরপুরে পিকআপের ধাক্কায় কৃষকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে পিকআপের ধাক্কায় মো. কামরুল শেখ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।  

বুধবার (১২ এপ্রিল) সকালে পিরোজপুর-নাজিরপুর সড়কের  মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

কামরুল শেখ উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত্য সুলতান শেখের ছেলে।

নিহতের স্ত্রী খাদিজা বেগম জানান, ওই দিন ভোরে তিনি ধান কাটার উদ্দেশে কাস্তে হাতে নিয়ে বাড়ি থেকে বের হন। পরে তার ভাগ্নে বাশার গাজীর মাধ্যমে জানতে পান তিনি আহত হয়েছেন।  

নিহতের ভাগ্নে সাবেক ইউপি সদস্য আবুল বাশার গাজী জানান, ওই দিন সকাল সাড়ে ৬টার দিকে তিনি   স্থানীয় বৈবুনিয়া মাঠের ধান কাটার উদ্দেমে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ির থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর সড়কের বাঘাজোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পাটগাতী গামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়।  


নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হামায়ুন কবির জানান, খবর পেয়ে আমরা তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি। ঘাতক পিকআপটিকে সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।