ঢাকা, সোমবার, ১০ আষাঢ় ১৪৩১, ২৪ জুন ২০২৪, ১৬ জিলহজ ১৪৪৫

জাতীয়

বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযানে জরিমানা ১৯ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
বিভিন্ন প্রতিষ্ঠানে র‌্যাবের অভিযানে জরিমানা ১৯ লাখ

ঢাকা: বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১১ এপ্রিল) রাজধানীর কদমতলী, ডেমরা, সবুজবাগ এবং গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম জানান, কদমতলী, ডেমরা, সবুজবাগ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এরমধ্যে এবিসি সুপার ওয়্যারকে নগদ ৩ লাখ টাকা, সাহারা এন্টারপ্রাইজকে দেড়লাখ টাকা, পপুলার ক্যাবলসকে দেড়লাখ টাকা, লুকার ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে এক লাখ টাকা, মিন্টু হোল্ডিং ইলেকট্রনিক্সকে ১ লাখ টাকা, মেসার্স আর ক্যাবলসকে ৫০ হাজার টাকা, টেকনো ট্রেডার্সকে দেড়লাখ টাকা, মাস্টার শফিউল্লাহ অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেডকে ৫০ হাজার টাকা ও সানমিং হারবাল ফুডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় প্রায় ১ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, মবিল ও ভেজাল খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংশ করা হয়।

এদিকে, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহয়ের নেতৃত্বে গাজীপুরের টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানা এলাকায় অনুমোদনহীন ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র‌্যাব-১। এ সময় অভিযানে মোট ৩ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
পিএম/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।