ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরিসংখ্যন ব্যুরোর রিপোর্ট প্রকাশ

দেশে দারিদ্র্যের হার কমলো ৫.৬ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
দেশে দারিদ্র্যের হার কমলো ৫.৬ শতাংশ

ঢাকা: দেশে এখন দারিদ্র্যের হার ১৮ দশমিক ৭ শতাংশ। আর হতদরিদ্র মানুষের হার ৫ দশমিক ৬ শতাংশ।

 

২০১৬ সালের পরিসংখ্যানে দেশে দারিদ্র্য জনগোষ্ঠী ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। ওই সময়ে হতদরিদ্র মানুষের হার ছিল ১২ দশমিক ৯ শতাংশ।

বুধবার (১২ এপ্রিল) নিজ কার্যালয়ে পরিসংখ্যান ব্যুরো এই তথ্য প্রকাশ করে। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরসিংখ্যান ব্যুরো বলছে, সাত বছরের ব্যবধানে দেশে দারিদ্র্য জনগোষ্ঠী কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। একই সময়ে হতদরিদ্র জনগোষ্ঠী কমেছে ৭ দশমিক ৩ শতাংশ। পল্লীতে দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ এবং শহরে ১৪ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
জেএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।