ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন

৬ বছরে মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে দ্বিগুণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
৬ বছরে মানুষের আর্থিক সক্ষমতা বেড়েছে দ্বিগুণ

ঢাকা: গত ছয় বছরে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।  

২০২২ সালে করা জরিপ অনুযায়ী সংস্থাটি বলছে, দেশে মানুষের মাসিক আয় বেড়ে বর্তমানে ৩২ হাজার ৪২২ টাকা হয়েছে।

যা ২০১৬ সালে ছিল ১৫ হাজার ৯৮৮ টাকা।

দারিদ্র্য বিমোচনে সরকারের নেওয়া নানা কর্মসূচির কারণে মানুষের এ সক্ষমতা বেড়েছে।

বুধবার (১২ এপ্রিল) বিবিএস মিলনায়তনে এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।  

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়, দেশে বর্তমানে (২০২২ সালের জরিপে) একটি খানার (পরিবার) মাসে গড় খরচ ৩১ হাজার ৫০০ টাকা। ২০১৬ সালে যা ছিল ১৫ হাজার ৭১৫ টাকা। অর্থাৎ ৬ বছরের ব্যবধানে খরচও বেড়ে দ্বিগুণ হয়েছে।  

দারিদ্র্যের হার নির্ধারণে কাজ করা সরকারি সংস্থা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এমন তথ্য প্রকাশ করেছে।  

তথ্য বলছে, দেশে এখন দরিদ্র জনগোষ্ঠী ১৮ দশমিক ৭ শতাংশ। এছাড়া হতদরিদ্রের হার কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬ শতাংশে।  

২০১৬ সালের পরিসংখ্যানে দেশে দারিদ্র জনগোষ্ঠী ছিল ২৪ দশমিক ৩ শতাংশ। ওই বছর হতদরিদ্র জনগোষ্ঠী ছিল ১২ দশমিক ৯ শতাংশ।  

অর্থাৎ গত ছয় বছরের ব্যবধানে দেশে দারিদ্র জনগোষ্ঠী কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। একই সময়ে হতদরিদ্র জনগোষ্ঠী কমেছে ৭ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, পল্লি অঞ্চলে দারিদ্র্যের হার ২০ দশমিক ৫ শতাংশ এবং শহরে ১৪ দশমিক ৭ শতাংশ।

২০২২ সালের এই জরিপটি ১ জানুয়ারি ২০২২ থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর ২০২২ সময়ে অর্থাৎ এক বছর ধরে এসব তথ্য সংগ্রহ করে বিবিএস।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
জেডএ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।