ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, এপ্রিল ১৩, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির সময় পারভেজ মিয়া (২২) নামে একজনকে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সোহেল মিয়াকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।

বুধবার (১২ এপ্রিল) রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব -২ এর সিনিয়র সহকারী পরিরিচালক মো. ফজলুল হক জানান, গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এলাকায় ডাকাতিকালে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে পারভেজ মিয়াকে হত্যা করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় ছায়া তদন্তের ধারাবাহিকতায় খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সোহেল ডাকাত দলের একজন সদস্য। তারা ডাকাতি করার সময় স্থানীয়দের বাধার মুখে পড়লে পারভেজকে কুপিয়ে পালিয়ে যায়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
পিএম/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।