ব্রাহ্মণবাড়িয়া: ‘ঈদ আনন্দ হউক সবার’ এ লক্ষ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় নানা শ্রেণি-পেশার ৫০০ দুঃস্থ পরিবারের মধ্যে ছয় লাখ টাকার ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে পাঁচ কেজি চাউল, দুই কেজি আটা, এক লিটার তেল, দুধ, চিনি, সেমাই, ট্যাংসহ ১০ ধরণের খাদ্য সামগ্রী ছিল।
এ সময় বক্তারা বলেন, মানবিক ডাকে সাড়া দিয়ে মজিদ-নাহার ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা অনুকরণীয়। সমাজের বিত্তবানেরা মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসলে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। এতে মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচএম জাকারিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কোষাধ্যক্ষ এনায়েত হোসেন মিঠু।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রয়াত সভাপতি রিয়াজউদ্দিন জামির সহযোগিতায় গড়ে ওঠা এই সংগঠনটি ১১ বছর ধরে এমন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
এসআইএ