ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ দাঙ্গাবাজ কারামুক্ত হওয়ার একদিন পরই জোড়া খুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
১০ দাঙ্গাবাজ কারামুক্ত হওয়ার একদিন পরই জোড়া খুন  আহতরা হাসপাতালে

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে নতুন করে আরেকজনের মৃত্যু হয়।

এদিন দুপুরে উপজেলার উপজেলার সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের প্রস্তুতির অভিযোগে কারাগারে যাওয়া লোকজন জামিনে মুক্ত হওয়ার একদিন পরই ফের এই রক্তপাতে লিপ্ত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মশাকলি গ্রামের দশরব দাশের ছেলে সুব্রত দাস (৩০) ও একই গ্রামের সুনীল দাসের ছেলে সুজিত দাস (৩৫)।  

স্থানীয়রা জানান, মশাকলি গ্রামের একটি জমি নিয়ে গ্রামবাসীর দু’পক্ষে বিরোধ ছিল। একটি পক্ষে শনি দাস ও অপরপক্ষে ছিলে হর দাস। গত ১১ এপ্রিল দু’পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ ১০ জনকে গ্রেপ্তারের পর ১৫১ ধারায় আদালতে কারাগারে পায়।

পরে ১২ এপ্রিল জামিনে মুক্ত হয়ে বৃহস্পতিবার পুনরায় উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন।  

এদের মধ্যে মাথায় টেটাবিদ্ধ অবস্থায় সুব্রত দাসকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সুব্রতকে মৃত ঘোষণা করেন। রাতে সিলেটে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা যান সুজিত।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, জমি নিয়ে বিরোধের জেরে মশাকলি গ্রামে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।