ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মঙ্গল শোভাযাত্রায় যা বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩০, এপ্রিল ১৪, ২০২৩
মঙ্গল শোভাযাত্রায় যা বললেন সংস্কৃতি প্রতিমন্ত্রী মঙ্গল শোভাযাত্রার ছবি তুলেছেন শাকিল আহমেদ

ঢাকা: সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেছেন, প্রত্যাশা ও সফলতার বার্তা নিয়ে হাজির হয়েছে বাংলা নববর্ষ ১৪৩০। মঙ্গল শোভাযাত্রা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, যা ইউনেস্কোর ঐতিহ্যের তালিকাভুক্ত হয়েছে।

 

শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রার সমাপনীতে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছে। জাতির পিতা যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন।

মঙ্গল শোভাযাত্রার বন্ধ করার অপচেষ্টা ও হুমকি উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি জোট সরকারের  সময় রমনার বটমূলে বোমা হামলা হয়েছে। বোমা হামলা তাদের সরকারের একটি অংশ ছিল। একসঙ্গে ৬৪ জেলায় বোমা হামলা হয়েছিল।   আপনি জানেন হুমকিও এসেছে, একজন আইনজীবী হাইকোর্টে মামলা পর্যন্ত করেছেন মঙ্গল শোভাযাত্রা বন্ধ করার জন্য।  নিরাপত্তা বেষ্টনী যেটা দেখছেন, আগেও এটা ছিল।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষ উদযাপন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য ( প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, এবার প্রতিপাদ্য হলো- বরিষ ধরার মাঝে শান্তির বারি। অর্থাৎ  সুষ্ঠু পৃথিবীর জন্য তুমি পানি বর্ষণ করো, যাতে এই উত্তপ্ত বসুন্ধরা স্নিগ্ধ হয়, শান্ত হয়, মনোরম হয়, সুন্দর হয় এবং ফুলে ফলে ভরে উঠে।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১০১৯ ঘণ্টা এপ্রিল ১৪, ২০২৩
এসকেবি/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ