ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে অবৈধ মোবাইলসহ গ্রেফতার ৭ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
সিদ্ধিরগঞ্জে অবৈধ মোবাইলসহ গ্রেফতার ৭ 

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে বিটিআরসির অনুমোদনহীন ১৪৭টি মোবাইল ফোন সেটসহ চোরাকারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতার চোরাকারবারি চক্রের সদস্যরা হলেন- মো. তাইজুল ইসলাম (২৩), মো. ইয়াসিন (২১), মো. জাকির (২৭), মো. মামুন (৩৩), মো. আসিফ (২৫), মো. ফারুক হোসাইন (৪০) ও শাহ্পরান শুভ (২৫)।

অভিযানে তাদের কাছ থেকে বিটিআরসির অনুমোদনবিহীন ১৪৭টি মোবাইল সেট ও ৮৫টি মোবাইল চার্জার জব্দ করা হয়।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে বিটিআরসির অনুমোদনবিহীন মোবাইল সেট সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মজুদ, সরবরাহ ও বিক্রি করে আসছিল।  

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ফরিদ উদ্দিন।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসজেএ/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।