ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুবলীগ নেতা সুমন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
যুবলীগ নেতা সুমন হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ঢাকা: লক্ষ্মীপুর সদর এলাকায় যুবলীগ নেতা আব্দুল হান্নান সুমন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাব্বি (৩৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব-৩ এর সিও জানান, ২০১৩ সালের ৬ ডিসেম্বর রিকশাযোগে বাড়ির দিকে যাওয়ার পথে দুর্বৃত্তরা সুমনকে নৃশংসভাবে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার প্রেক্ষিতে ২০১৩ সালে ৮ ডিসেম্বর নিহতের মা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  

হত্যাকাণ্ডের পর থেকেই রাব্বি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে জীবন-যাপন করে আসছিল। মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গত ২০২২ সালের ৮ নভেম্বর আদালত আসামি রাব্বিসহ মোট ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।  

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।