ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

দৌলতপুরে ইয়াবাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
দৌলতপুরে ইয়াবাসহ কারবারি আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চরকল্যাণপুর এলাকা থেকে ১৫ শতাধিক ইয়াবাসহ জিয়া উদ্দিন ওরফে ছোটন (৪৩) কে আটক করেছে পুলিশ ।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিঞ্জপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

 

জিয়া উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশ কাটা মসজিদ পাড়া এলাকার মৃত নুরুল আব্বাসের ছেলে।

প্রেস বিঞ্জপ্তিতে জানা যায়, শুক্রবার ভোর রাতে ১৫ শতাধিক ইয়াবাসহ জিয়া উদ্দিন ওরফে ছোটনকে আটক করে পুলিশ। তার সঙ্গীয় সাথী দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের চরকল্যাণপুর এলাকার আক্কাস সেক (৩৭) ও তার স্ত্রী সোহাগ ফুল (৩০) ধীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। ছোটককে পুলিশ আটক করলেও তার সঙ্গীয় সাথীরা পালিয়ে যায়। জব্দ করা মাদকরে বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা।  

দৌলতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হচ্ছে জিয়া উদ্দিন ও তার পলাতক দুই সহযোগীর বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।