ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মিরপুরে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
মিরপুরে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

গ্রেফতার মাদক কারবারি হলেন- দীন মোহাম্মাদ (৪০)।

অভিযানে তার কাছ থেকে ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৯২ হাজার টাকা।  

শুক্রবার (১৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি একজন পেশাদার মাদক কারবারি। সে বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
এসজেএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।