ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কে পাথর ভর্তি ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক মো. মোস্তফা শফিক(৪৫) নিহত হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে স্থানীয় বাঘেরকান্দা আরজ বেপারি মোড় নামকস্থানে এ লোমহর্ষক দুর্ঘটনা ঘটে।

নিহত অটো চালক নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের আশিপাছি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এ ঘটনার খবর পেয়ে ফায়াস সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পাথর চাপা পড়া মোস্তফা শফিককে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. কামাল আকন্দ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৩

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।